
DYFI এর ডাকে কলকাতায় আজ ব্রিগেডের জনসমাবেশ, বিপুল ভিড় দেখে উচ্ছ্বসিত CPM কর্মীরা
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : পশ্চিমবঙ্গে বাম শাসনের সময়কালে প্রতিবছরই রাজ্যজুড়ে বিপুল জনসমাবেশের আয়োজন করা হতো। যদিও এখন আর বাম শাসন নেই, তবুও ২০২৪ এর ৭ই জানুয়ারি কলকাতায় DYFI এর যুব সংগঠনের নেতৃত্বে তৈরি হতে চলেছে আবার একটি জনসমাবেশ। কোচবিহার থেকে DYFI এর নেতৃত্বে ৫০ দিন ধরে ইনসাফ যাত্রা চলেছিল। সর্বমোট ২২০০ কিলোমিটার যাত্রা করেছিলেন তাঁরা সকলে।২০০৮ সালের পর, ২০২৪ সালে নতুন করে আবার ব্রিগেড যাত্রায় ডাক দিয়েছেন DYFI এর যুব সংগঠন।
সকাল থেকে জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে রাজ্যজুড়ে। রেলপথ জলপথ এবং স্থলপথে "ব্রিগেড চলো" এই মন্ত্রে মন্ত্রীত হয়ে, জনগণ এগিয়ে চলেছেন ব্রিগেডের দিকে।
দুর্গাপুর স্টেশনেও এই দিন সকালবেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। ৭ই জানুয়ারী অগ্নিবীণা এক্সপ্রেসে চেপে, প্রচুর মানুষ কলকাতায় গিয়েছেন। ৭ই জানুয়ারি সকালবেলায় মুচিপাড়া থেকেও বাসে চড়ে প্রচুর মানুষ স্লোগান দিতে দিতে চলেছেন কলকাতার উদ্দেশ্যে। কাতারে কাতারে ভিড় লক্ষ্য করা গিয়েছে বামপন্থীদের।
আবার সুন্দরবনে লক্ষ্য করা গিয়েছে এই শীতের কুয়াশাকে উপেক্ষা করে CPM কর্মীবৃন্দ এবং সমর্থকেরা নৌকায় চড়ে নদী পার হয়ে তাঁরা কলকাতায় যাওয়ার চেষ্টা করেছেন। খবর সূত্রে জানা গিয়েছে, শ্যামবাজার, শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন, পার্ক সার্কাস, সুবোধ মল্লিক স্কোয়ার, হাজরা ও সেন্ট্রাল মেট্রো স্টেশন এই সাতটি দিক দিক থেকে সাতটি যাত্রা শুরু হবে আজকের মিছিলের।
ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। প্রত্যেকের খাবার ব্যবস্থা করা হয়েছে মঞ্চের সামনে। কর্মীবৃন্দের জন্য অস্থায়ী তাঁবু তৈরি করা হচ্ছে রানী রাসমণি লেনে এবং ধর্ম তলায়। মনে করা হচ্ছে, এই বছর লোকসভা ভোটের আগে এই মিছিল থেকেই তাঁরা জনগণকে জানাতে শুরু করবেন লড়াই কীভাবে এগিয়ে যেতে হবে।
বক্তার তালিকায় নাম রয়েছে CPM এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, যুব নেতা আভাস রায়চৌধুরী, CPM নেতা কলতান দাশগুপ্তের, নওশাদ সিদ্দিকী, সৃজন ভট্টাচার্য এর।।
সমাবেশের তিন দিন আগে তৈরি করা হয়েছে "ব্রিগেড চলো" নামক একটি গান। CPM এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই জনসমাবেশকে "যৌবনের ডাকে জনতার ব্রিগেড" বলে আখ্যা দিয়েছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় জানিয়েছেন,"আমাদের লড়াই নতুন বাংলা গড়ার লক্ষ্যে।" পাম এভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গেলে, মীনাক্ষী মুখোপাধ্যায়কে তিনি বলেছেন,"রবিবারের মিছিল খুব সফল হতে চলেছে।" খবর সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড মঞ্চের ডানদিক এবং বাঁদিকে থাকছে ফাঁকা জায়গা। ডান দিকে থাকবেন মৃত বাম কর্মীদের পরিবারবৃন্দ, বাঁ দিকে থাকবেন বর্তমান বাম কর্মীবৃন্দ। ব্রিগেড এবং তার চারপাশের রাস্তাতে থাকছে মোট ৬৫০টি মাইক।
গোটা রাজ্য জুড়েই লাল ঝান্ডার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে আজ। এবার দেখার পালা, রাজ্যজুড়ে এই মিছিলের, এই জনসমাবেশের কী প্রভাব পড়তে চলেছে।