State
বছরের প্রথম দিন থেকেই কল্পতরু মেলা
অপরাজিতা অধিকারী, দুর্গাপুর : সোমবার ২০২৪ এর প্রথম দিন বছরের ওই দিনই হয় কল্পতরু মেলার শুরু। দুর্গাপুর গ্যামন ব্রিজ এলাকায় ফুটবল ময়দানে, মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রাম মন্ত্রী ও আইনমন্ত্রী, মেলা চলবে দশই জানুয়ারি পর্যন্ত। দুর্গাপুরে শিল্পাঞ্চল শহরেএই মুহূর্তে তিনটি মেলা চলছে। সব মেলা কি ছাপিয়ে কল্পতর মেলাতে মানুষের ভিড় উপচে পড়েছে। যা না দেখলে বোঝার উপায় নেই। সজাগ পুলিশ প্রশাসন কোনো রূপ শান্তি বিঘ্নিত হয়নি মেলা কে কেন্দ্র করে। মেলা কে কেন্দ্র করে ব্যবসা ভালই হচ্ছে প্রতিটি স্টলে ভিড় আছে কেনাকাটাও চলছে। মেলাতে প্রায় ৫০০ টি স্টল আছে। মেলা কে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রতিদিনই মোহর মঞ্চে সে অনুষ্ঠান চলছে ৭ জানুয়ারি মেঘলা দাশগুপ্তর সঙ্গীত পরিবেশন ছিল ।