Headlines
Loading...
ভুটানে নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন আঠান্ন বছর বয়সী শেরিং তোবগে

ভুটানে নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন আঠান্ন বছর বয়সী শেরিং তোবগে

 

বিশেষ প্রতিবেদন : রাজতন্ত্র থেকে ২০০৮ সালে ভুটানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবার পর, চতুর্থ বারের জন্য পার্লামেন্ট নির্বাচন হয়েছে গত ৯ই জানুয়ারী।ভুটানের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। সেই পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি এর নির্বাচন হয়েছে গত ৯ জানুয়ারি। ।


এবং আজ তার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আর তাতেই দ্বিতীয়বারের জন্য, প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টি এর প্রধান নেতা, আঠান্ন বছর বয়সী শেরিং তোবগে। ওই দেশের ইলেকশন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে, মোট দুই তৃতীয়াংশ আসনে ভোট পেয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টি দল। অন্যদিকে সদ্য বিদায় নেওয়া লোটে শেরিং এবং তার রাজনৈতিক দল DNT একটিও আসনেও ভোট পাননি।


 "ভুটান ব্রডকাস্টিং সার্ভিস" জানিয়েছেন, "ন্যাশনাল অ্যাসেম্বলি এর ৪৭ টি আসনের মধ্যে ৩০ টি তে বিজয় লাভ করেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টি এবং বাকি ১৭ টিতে জয় লাভ করেছেন ভুটান টেনড্রেল পার্টি।"


২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত শেরিং তোবগে প্রধানমন্ত্রীর পদে ইতিমধ্যেই একবার নির্বাচিত হয়েছেন। পিটসবার্গ ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর ডিগ্রীধারী শেরিং তোবগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত পার্লামেন্টের প্রধান বিরোধী নেতা রূপে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী X প্লাটফর্মে , শেরিং তোবগে কে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, অনেক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তোবগে কথা দিয়েছেন, ভারতবর্ষের সঙ্গে ভুটানের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক,বন্ধুত্বের সম্পর্ক ও সর্বোপরি সহযোগীতার সম্পর্ক আরো দৃঢ় করার। তিনি ভারতবর্ষ এবং ভুটানের মধ্যে রেলপথের উন্নয়নের জন্য অনেক বেশি জোর দিয়েছেন, যাতে করে ভারতের সঙ্গে ভুটানের সামগ্রিক সম্পর্ক আরো মজবুত হয়।


বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এই দেশটিতে ভোট দেওয়া আবশ্যিক নয়। ভুটানে ভোট প্রদানের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে কঠিন নীতিমালা। ভোটের প্রচারের জন্য এখানে কোনোরকম ব্যানার,পোস্টার এর ব্যবহার করা যায় না। কেবলমাত্র নোটিশ বোর্ডের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভোটের প্রচার করা যায়।