
india
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন প্রস্তুতি এখন তুঙ্গে, ৭০০০ আমন্ত্রণ পত্র প্রেরণ
বিশেষ প্রতিবেদন : নতুন বছরের ২২ শে জানুয়ারি হিন্দু ধর্মের মানুষদের জন্য একটি স্বপ্ন পুরণের দিন। অবসান ঘটতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। আগামী ২২ শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন।
সেই উদ্দেশ্যেই রাম জন্মভূমি অযোধ্যাতে এখন প্রস্তুতি তুঙ্গে। মন্দির সূত্রে খবর, রাম মন্দিরের দ্বারে স্বর্ণ দরজা বসানো হবে। মন্দির সূত্রে আরও জানানো হয়েছে, এই দরজার মধ্যবর্তী স্থানে দুটি হাতিকে এমন ভাবে স্থাপন করা হবে যাতে দেখে মনে হবে যে তারা দর্শনার্থীদের অভ্যর্থনা জানাচ্ছে। এখনো ১৩ টি স্বর্ণদ্বার বসানো বাকি রয়েছে অন্দরমহলে। তাছাড়াও মন্দিরের সামনে রয়েছে হাতি, হনুমান প্রভৃতির মূর্তি। সর্ব মোট ৪৪ টি স্বর্ণ দরজা এবং ৩৯২ টি স্তম্ভ করা হয়েছে মন্দিরের মধ্যে।সভা,প্রার্থনা,কীর্তন,রং,নৃত্য এদের প্রত্যেকের জন্য মন্দিরের মধ্যে আলাদা আলাদা মন্ডপ তৈরি করা হয়েছে। তাছাড়া, মন্দিরের একেবারে উচ্চভাগে অর্থাৎ শিখরে এমন একটা যন্ত্র বসানো হবে যাতে প্রত্যেক বছর রামনবমীর দিনে সূর্যালোক প্রতিফলিত হয়ে পড়বে, গর্ভগৃহে রামলালার মূর্তির উপরে। মন্দিরের দেওয়ালেও থাকছে নানান রকম সূক্ষ্ম নকশা।
জানা গেছে, কর্তৃপক্ষের তরফ থেকে প্রায় ৭০০০ আমন্ত্রণপত্র প্রেরণ করা হবে বিখ্যাত সব ব্যক্তিদের। আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, অমিতাভ বচ্চন, রতন টাটা, মুকেশ আম্বানি, গৌতম আদানী, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার সহ আরও বিখ্যাত ব্যক্তিদেরকে। সঙ্গে আমন্ত্রণ পত্র প্রেরণ করা হয়েছে ছোট পর্দার "রাম" অর্থাৎ অরুণ গোভিলকেও।
২২ শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার সমস্ত কলেজ এবং স্কুলের ছুটি দিয়েছেন সরকারিভাবে। কারাগার আবদ্ধ অপরাধীদের জন্যও থাকছে উদ্বোধন দর্শনের বিশেষ ব্যবস্থা। তাদের জন্য প্রত্যেকটি কারাগারে লাইভ স্ট্রিম এর মাধ্যমে তাদেরকে এই প্রাণ প্রতিষ্ঠার ভিডিও দেখানো হবে। তাছাড়া, রেলপথ, স্থলপথ , জলপথ, আকাশ পথ সমস্ত দিক থেকেই যাতায়াতে যাত্রীদের যাতে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় সে দিকে খেয়াল রাখছে কেন্দ্র সরকার।
সব মিলিয়ে ২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সমগ্র অযোধ্যা তথা উত্তরপ্রদেশ জুড়ে এখন খুশির আবহাওয়া। সকলের নজর এখন ২২শে জানুয়ারির দিকে। কার্যত, মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে, প্রস্তুতি পর্ব এখন চূড়ান্ত।