
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল আত্তল, ফ্রান্সের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধান মন্ত্রী তিনি
বিশেষ প্রতিবেদন : ফ্রান্সের প্রধানমন্ত্রী পদের জন্য হয়েছে এক নতুন ব্যক্তি চয়ন। ৯ই জানুয়ারি ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন গ্যাব্রিয়েল আত্তল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসাবে গ্যাব্রিয়েল আত্তল এর নাম সকলের সামনে ঘোষণা করেছেন। ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং সর্বপ্রথম সমকামী প্রধানমন্ত্রী তিনি। তাঁর বয়স মাত্র ৩৪ বছর।
মাত্র ১৭ বছর বয়সে তিনি রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন সোশ্যালিস্ট পার্টিতে যোগদানের মাধ্যমে। আইন নিয়ে পড়াশোনা করার পরে, তিনি ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রকে যোগদান করেছিলেন। এরপর, কোভিড ১৯ মহামারী এর সময়ে, তিনি সোশ্যালিস্ট পার্টি ছেড়ে, ইমানুয়েল ম্যাক্রো এর দলে যোগদান করেছিলেন পরামর্শদাতা ও সুবক্তারূপে। সমস্ত দপ্তরের কার্যনীতি এবং দায়বদ্ধতা সঠিকভাবে প্রতিপালনের জন্য, ২০২২ সালে তাঁকে "মিনিস্টার অফ পাবলিক অ্যাকশান অ্যান্ড একাউন্টস" পদে নির্বাচন করা হয়। ২০২৩ এর জুলাই মাস থেকে তিনি শিক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন। শিক্ষানীতিতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন তিনি আনেন এবং যুব সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আসল উদ্দেশ্য ছড়িয়ে দিয়েছিলেন। সমকামী ব্যক্তি হওয়ার কারণে, যুব সম্প্রদায়ের মধ্যে LGBTQ সম্পর্কে নতুন ধারণা দেন তিনি। তাঁর জীবনের উল্লেখযোগ্য মোড় নেয় ৯ই জানুয়ারি যখন তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হন।
শুধুমাত্র রাজনীতিতেই যে তাঁর দখল রয়েছে তা কিন্তু নয়, ইংরেজি এবং স্প্যানিশ ভাষাতে সমান ভাবে নিপুণ তিনি। তাছাড়া, পিয়ানো বাজাতে খুব ভালোবাসেন এবং বিভিন্ন খেলার সঙ্গেও তিনি সমানভাবে যুক্ত। প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হবার পর তিনি বলেন, "আমি বিশেষ করে মধ্যবিত্তদের কথা ভাবছি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য দেশবাসী সংকটের মধ্যে রয়েছেন। আমি যে প্রেক্ষাপটে এই দায়িত্ব গ্রহণ করছি তা সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন।" আগামী জুন মাসে, ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে গ্যাব্রিয়েল আত্তলকে সম্পূর্ণ নেতৃত্ব প্রদান করতে হবে।