Headlines
Loading...
 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন। এছাড়াও প্রশ্নফাঁস রোধে করা পদক্ষেপ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন। এছাড়াও প্রশ্নফাঁস রোধে করা পদক্ষেপ

 


বিশেষ প্রতিবেদন: আগামী মাসেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে শিক্ষার্থীদের সুবিধার্থে ও প্রশ্নফাঁস রুখতে নতুন পদক্ষেপ নিল সংশ্লিষ্ট বোর্ড।


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট। সকাল ১১.৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল ৯.৪৫ মিনিটে। উচ্চমাধ্যমিক শুরু বেলা ১২টার পরিবর্তে সকাল ৯.৪৫ মিনিটে।


নতুন সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে টানা ১০ দিন।১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শেষ হবে পরীক্ষা। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।


বোর্ডের তরফে জানানো হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা সকালে উঠে প্রস্তুত হয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে। পাশাপাশি, প্রশ্নফাঁস রোধেও এই পদক্ষেপ সহায়ক হবে বলে মনে করছে বোর্ড।


এছাড়াও, প্রশ্নফাঁস রুখতে নতুন পদ্ধতিও আনছে বোর্ড। এই পদ্ধতিতে কোনও প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোলেই সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর তা ধরে ফেলা যাবে। প্রতিটি প্রশ্নপত্রে একটি করে ‘স্বতন্ত্র কোড’ থাকবে বলে জানানো হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হলেই ওই ইউনিক কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা সম্ভব হবে।


নতুন সময়সূচি ও পদক্ষেপের ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষাবিদ ও অভিভাবকরা।