Headlines
Loading...
সম্পন্ন হলো রামলালার প্রাণ-প্রতিষ্ঠা, মন্দির প্রাঙ্গণে অগণিত ভক্তদের ভিড়

সম্পন্ন হলো রামলালার প্রাণ-প্রতিষ্ঠা, মন্দির প্রাঙ্গণে অগণিত ভক্তদের ভিড়


নিজস্ব প্রতিবেদন : ২২শে জানুয়ারী অযোধ্যায় রাম মন্দিরে ভগবান শ্রী রামের প্রাণ-প্রতিষ্ঠা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সমস্ত নিয়ম কানুন, প্রথা মেনে করলেন পুজো। পুজো শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে, ভারতীয় বায়ু সেনার তরফ থেকে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি করা হয়েছিল রাম মন্দির এর ওপর।

 নব প্রতিষ্ঠিত এই রাম মন্দিরের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল এবং RSS এর প্রধান মোহন ভাগবত। মন্দিরের মধ্যে পুরোহিতের স্থানে ছিলেন পন্ডিত লক্ষ্মীকান্ত এবং তাঁর সহ-পুরোহিতেরা। 

প্রায় ১২টা ১৫ নাগাদ পুজো শুরু হয়। সমস্ত উপাচার মেনে নরেন্দ্র মোদীকে পুজোর আসনে বসতে দেখা যায়। এ যেন তাঁর অনন্য ও সম্পূর্ণ ভিন্ন এক রূপ। প্রায় ৫১ ইঞ্চি এই কালো পাথরের কৌশল্যা নন্দন শ্রী রাঘবের মূর্তিতে ফুল, ফল সহ পূজার সকল নৈবেদ্য তিনি অর্পণ করেছেন শ্রী রামের চরণে। পুজোর ১১ দিন আগে থেকে কঠোর উপাচারের মাধ্যমে স্বয়ং প্রধানমন্ত্রী নিজেকে প্রস্তুত করেছেন এই পুজোর জন্য।

 পূজা সম্পন্ন হলে, ভক্তদের উদ্দেশ্যে মন্দিরের গর্ভগৃহের পর্দা সরিয়ে দেওয়া হয় এবং শ্রী রামের বাল্যরূপ ও যোদ্ধারূপ উভয়ই উন্মুক্ত করে দেওয়া হয় হাজারো ভক্তদের উদ্দেশ্যে।

মন্দিরে শ্রী রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার পর, বক্তব্য রেখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "বহু শতাব্দীর অপেক্ষার পর এলো এই ক্ষণ। এই মুহূর্ত একটি আশ্চর্য মুহূর্ত। ভগবান শ্রী রাম আজকের পর থেকে আর তাঁবুতে নয়, মন্দিরে শোভা পাবেন।" তিনি বলেছেন, "বাইশে জানুয়ারি ক্যালেন্ডারে  নতুন বছরের কোনো দিন নয়, বরং একটি যুগের সূচনা করলো এবং গর্ভগৃহে এই ঘটনার সাক্ষী থাকতে পেরে দেশবাসী এবং আমি গর্বিত। 

অযোধ্যার এই রাম মন্দির ভারতের দর্শন, দিক দর্শনের মন্দির। রাম রূপে রাষ্ট্রচেতনার মন্দির। আজকের দিন শুধু বিজয়ের দিন নয়, বিনয়েরও দিন। রাম শুধু আজকের নয়, অনন্ত কালের। রাম মন্দির উজ্জ্বল ভারতবর্ষের প্রতীক, যার চিহ্ন থাকবে আগামী হাজার হাজার বছর।"

এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আবেগতাড়িত হয়ে বলেছেন, "গত পাঁচশো বছরের অপেক্ষা আজকে পূর্ণতা পেয়েছে। আজ গোটা পৃথিবী থেকে মানুষ শ্রী রামের জন্মভূমিতে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন সমগ্র ভারতবর্ষের নতুন সাংস্কৃতিক রাজধানী হল অযোধ্যা। আজ ভারতবর্ষের গর্ব বিশ্বের দরবারে পুনরায় স্থাপিত হয়েছে। এই মন্দির সমগ্র দেশের এবং এই মুহূর্তও ঐতিহাসিক ও বিরল।"