
অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠার দিন মন্দির প্রাঙ্গণে থাকলেন কোন কোন তারকা, চলুন এক নজরে দেখে নেওয়া যাক
নিজস্ব প্রতিবেদন : নতুন বছর আসতে না আসতেই সমগ্র হিন্দু ধর্মের মানুষেরা দিন গুনছিলেন ২২শে জানুয়ারির। কারণ ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার দিন। সেই উপলক্ষ্যে, রাম মন্দির ট্রাস্ট এর তরফ থেকে, দেশে বিদেশের বিভিন্ন তাবর তাবর ব্যক্তিদের কে জানানো হয়েছিল নিমন্ত্রণ। এদের মধ্যে অনেকেই নিজস্ব ব্যক্তিগত কারণের জন্য আসতে পারেননি যেমন, তেমনি মন্দির প্রাঙ্গণে ভিড় উপচে পড়েছে হাজারো তারকাদের উপস্থিতির মাধ্যমে। বহু বিখ্যাত তারকাদের প্রাণোচ্ছল অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উজ্জ্বল হয়ে উঠেছিল আজ।
☆২২শে জানুয়ারি, রাম মন্দিরে ভগবান শ্রী রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার সময়ে, রাম মন্দিরের ট্রাস্ট এর তরফ থেকে নিমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের বিশিষ্ট ক্রিকেটার বিরাট কোহলি এবং তাঁর পরিবারকে। তাছাড়াও, খেলোয়াড় তারকাদের মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছিল অনিল কুম্বলে, শচীন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, মিতালি রাজ, পি ভি সিন্ধু, ভেঙ্কাটেশ প্রদেশ, নীরজ চোপড়াকে।
☆ বলিউড তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন রজনিকান্ত, কঙ্গণা রানাওয়াত, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, বিবেক ওবেরয়, শেফালী শাহ, আলিয়া ভাট, এবং রনবীর কাপুর। তাছাড়াও, নিমন্ত্রণ জানানো হয়েছিল অক্ষয় কুমার, ববি দেওল, টাইগার শ্রফ, ভিকি কোশল, ক্যাটরিনা ক্যাফকেও। ভারতের বিশিষ্ট গায়ক-গায়িকাদের মধ্যে নিমন্ত্রণ জানা নো হয়েছিল সোনু নিগম, অনু মালিক, শ্রেয়া ঘোষাল, কৌশিকী চক্রবর্তী, অনুরাধা পাড়োয়াল, কৈলাস খের, শংকর মহাদেবন প্রমুখকে। মধুর ভান্ডারকার এবং সঞ্জয় লীলা বানসালি এর মত খ্যাতনামা পরিচালক কেও নিমন্ত্রণ থেকে বাদ দেওয়া হয়নি।
☆নিমন্ত্রণ জানানো হয়েছিল শিল্পপতি রতন টাটা, অনিল আম্বানি, মুকেশ আম্বানি, গৌতম আদানি, আনন্দ মাহিন্দ্রা, আদিত্য বিড়লা গ্রুপের প্রধান মঙ্গলাম বিড়লা প্রমুখকে। নিমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছিল ভারতীয় শেফ সঞ্জীব কাপুর কে, বিখ্যাত লেখক মনোজ মুনতাসির, প্রসুন জোসিকেও। বিখ্যাত সাধু-সন্তদের মধ্যে, যাঁদের কাছে নিমন্ত্রণ পত্র গেছিল, তাঁদের মধ্যে রয়েছে যোগ-গুরু আচার্য রামদেব, জগৎ গুরু রামভদ্রাচার্য, সদ্ গুরু, এবং বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয়।
☆তাছাড়াও, নিমন্ত্রণ পত্র প্রেরণ করা হয়েছিল সমস্ত বিরোধী দলনেতা এবং দলনেত্রীদেরকে, লোকসভার স্পিকার মীরা কুমারিকে, ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও। তাঁদের মধ্যে যাঁরা মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, তাঁরা হলেন বিখ্যাত বিজেপি নেত্রী হেমা মালিনী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
☆ তবে শুধু ভারত নয়, এই পবিত্র উৎসবে যোগদানের জন্য ভারতের বাইরে থেকে নিমন্ত্রণ জানানো হয়েছিল বিখ্যাত ক্যান্সার চিকিৎসক ভারত বড়ই কে, নোকিয়া বেল ল্যাবস এর থেকে ডক্টর অভয় আস্থানাকে, তিব্বতের বিশিষ্ট ব্যক্তি দলাই লামাকেও।