
ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : বুমরা ভাইজাগে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রানের সিরিজ জেতার সময়, ৯ উইকেটের অনবদ্য পরিসংখ্যানের সাহায্যে সাফল্যের শীর্ষে আজ।
সর্বশেষ প্রকাশিত রাঙ্কিং এ যশপ্রীত এগিয়ে এসেছেন তিন ধাপ। ইতিহাস গড়তে পিছনে ফেলেছেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকেও। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ঐ টেস্টে, ম্যান অফ দা ম্যাচের শিরোপাও জেতেন বুমরা।
দ্বিতীয় টেস্টে দুটি শতরান করার সুবাদে, ২৯ নম্বরে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। টেস্ট ব্যাটারদের মধ্যে, শীর্ষস্থানে প্রতিবছরের মতোই কেন উইলয়ামসন।