
পূর্ব বর্ধমান : পরিবেশ দূষণ রোধে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মেমারী ব্লক প্রশাসন। প্লাস্টিকের বর্জ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে নীল রাস্তা।
সাতগাছিয়া-১ গ্রাম পঞ্চায়েতের রদব্যটি থেকে মূল সড়ক পর্যন্ত ১৫০ মিটার দীর্ঘ ও ৩.৫ মিটার চওড়া এই নীল রাস্তাটি নির্মাণে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বর্জ্য ও বিটুমিনের মিশ্রণ।
এই রাস্তা নির্মাণের ফলে পরিবেশ দূষণ কম হওয়ার পাশাপাশি টেকসই রাস্তা তৈরি করা সম্ভব হয়েছে।
প্লাস্টিকের বর্জ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে এই রাস্তা। সাধারণ রাস্তার তুলনায় এই রাস্তা অনেক বেশি টেকসই। সাধারণ রাস্তার তুলনায় এই রাস্তা নির্মাণে খরচ কম।
আজ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪, এই নীল রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, পঞ্চায়েত প্রমোশন দপ্তরের বিশেষ সচিব অনামিকা মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন বোহার, জেলাশাসক বিধান রায় প্রমুখ।