
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : দুর্গাপুরের বুকে, ডিভিসি মোড়ের নিকটে, ১৯ নং জাতীয় সড়কের ওপর ঘটলো এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা।
ঘটনাটি ঘটেছে একটি চার চাকায়। সোমক চ্যাটার্জী নামক এক ব্যক্তি শনিবার, দুর্গাপুরের এক নামকরা বেসরকারি হাসপাতালে, তাঁর মায়ের চিকিৎসার জন্য তাঁর মাকে নিয়ে এই জাতীয় সড়কের উপর চারচাকা নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ডিভিসি মোড় পার করতেই সোমকবাবু দেখেন চলন্ত গাড়িটি থেকে ধোঁয়া বেরোচ্ছে।
তড়িঘড়ি মাকে নিয়ে, গাড়ি থেকে নামেন সোমকবাবু আর তার কিছুক্ষণ পরেই, গাড়িটিতে তীব্র আগুন ধরে যায়। সময় ব্যয় না করেই, দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, তাঁরা এলে অগ্নিকান্ড নিয়ন্ত্রণ করেন।
অল্পের জন্য বেঁচে যায় মা ও ছেলে উভয়েই। স্থানীয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। জানা গিয়েছে, তাঁরা দুর্গাপুর বিধাননগরের বাসিন্দা । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ১৯ নং জাতীয় সড়কে । আগুন লাগার কারণ জানতে তদন্ত নেমেছে পুলিশ।