Headlines
Loading...
রূপনারায়ণের কুলে নৌকা ডুবি ! নিখোঁজ কয়েকজন যাত্রী

রূপনারায়ণের কুলে নৌকা ডুবি ! নিখোঁজ কয়েকজন যাত্রী


বর্ষা কর্মকার, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : পিকনিকে আনন্দ বদলে গেল বিষাদে । কান্নায় ভাঙে পড়ছে পরিবারের প্রতিটি মানুষ । হাওড়ার বেলগাছিয়ায় রূপনারায়ণের নৌকা ডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ ।


ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় । স্থানীয় সূত্রে খবর  হাওড়ার বেলগাছিয়া থেকে কয়েকটি পরিবার পিকনিকের জন্য বাগনানের বাক্সিতে যায় এবং ওখান থেকে নৌকা করে রূপনারায়ন নদী পেরিয়ে  ঘাটের কাছে ত্রিবেনী পার্কে যায়। পিকনিক করার পর  সন্ধ্যায় বাড়ি  ফেরার পথে নৌকাটি  উল্টে গেলে ১৮ জন তলিয়ে যায় ।


যাত্রীদের অভিযোগ নৌকায় জল ঢোকা নিয়ে মাঝিকে বলা হলেও মাঝি কথা শোনেনি । মাঝি বলেন তার অভ্যাস আছে তিনি ঠিক পার করে দেবেন তবে কিছুটা আসতেই নৌকাটি কাত হয়ে ডুবে যায়।


দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ও অন্যান্য মাঝিরা ঘটনা স্থলে যায়। ১৫ জন উদ্ধার হয় কিন্তু বাকি ৩ জন নিখোঁজ । তার মধ্যে একটা ১৭ বছরের ছেলে , একটা ৫ বছরের ছেলে ও এক মহিলা  রয়েছে  । 


দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে  ছুটে আসেন স্থানীয় পুলিশ  ও প্রশাসনের আধিকারিকরা। নামানো হয় NDRF,SDRF , কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবেলা বাহিনী।

বৃহস্পতিবার গভীর রাত অবধি তল্লাশি চালানো হয় তবে নিখোঁজ কাউকেই সেদিন উদ্ধার করা যায়নি ।পরদিন শুক্রবার সকালে ফের তল্লাশি চালালে একজন মহিলার দেহ উদ্ধার হয় । মৃতের নাম সুনন্দা ঘোষ বাড়ি হওড়ার বেলগাছিয়ায়।

পুলিশের প্রাথমিক সুত্রে খবর নৌকাটি ছোট ছিলো এবং তাতে অনেক লোক উঠে পড়েছিল ।তারপর এক যাত্রীর হাত থেকে ফোন জলে পড়ে গেলে তা নিয়ে এক হৈচৈ শুরু হয়ে যায় ,সেই হৈচৈ এর মধ্যেই নৌকাটি কাত হয়ে ডুবে যায়। তবে বিষয়টি খুঁটিয়ে দেখা হচ্ছে ।মামলাও রোজু হয়েছে এবং নিখোঁজ যাত্রীদের খোঁজ চালানো হচ্ছে ।