Headlines
Loading...
মায়ের পায়ে অঞ্জলি সমর্পণেই অক্ষত হোক সম্পর্কের রসায়ন

মায়ের পায়ে অঞ্জলি সমর্পণেই অক্ষত হোক সম্পর্কের রসায়ন


ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক :
 " শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম,
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট।"

 শীতের আমেজ  হাতছানি দিয়েছে বসন্তের আগমনে 
 আজ বসন্ত পঞ্চমী। এইসঙ্গে প্রেম দিবসও। 

 পড়ুয়াদের কাছে  আজ এক বিশেষ দিন। তরুণ তরুণীরা এই বিশেষ দিনে নিজেদের সাজিয়ে তুলে শাড়ি ও পাঞ্জাবিতে। চারিদিকে উদযাপিত হবে মায়ের আগমন।  মা সরস্বতীর আরাধনায় মত্ত যুব সমাজ। বাড়িতে, পাড়ার গলিতে, স্কুল-কলেজে,কোচিং সেন্টারে সর্বত্রই আজ মায়ের আরাধনা। এ যেন এক বিশেষ আনন্দ।
আর তারি মধ্যে আজ ১৪ ই ফেব্রুয়ারি। ভালোবাসার সপ্তাহে আজ ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসা প্রতিদিনের জন্য প্রতিমুহূর্তের জন্য  হলেও এই দিনটা যেন ভালোবাসার জন্যই বরাদ্দ।
 বাঙালি কিন্তু সরস্বতী পুজো তে ভালোবাসা বিনিময় করে। তারমধ্যে উপরি পাওনা ভ্যালেন্টাইন্স ডে।
 ভ্যালেন্টাইন্স উইক জুড়ে  শহরের অলিতে গলিতে ভালোবাসার রসি আরো শক্ত হোক। প্রতিটি ভালোবাসায় অক্ষত হোক। প্রেম স্থিতি হোক প্রতিটি মুহূর্তে।
 হয়তো এই ভালোবাসার দিনে সকলের জন্য তাদের প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি সুযোগ। ভালোবাসার শুধু একটি দিনের জন্য নয়, এটি প্রতিদিনের জন্য।
 তাই বসন্ত পঞ্চমীর শুভ দিনে ভালোবাসা বাড়ুক প্রতিটি প্রানে। শুভ হোক প্রতিটি সম্পর্কের রসায়ন। ইনফর্ম দুর্গাপুরের তরফ থেকে ভালোবাসার দিনে একরাশ ভালোবাসার আবেগ রইলো সকলের প্রতি। আর হ্যাঁ, ভালোবাসার মরশুমে প্রেমে পড়ুন বার বার, স্থিতি হোক প্রতিটি সম্পর্ক।