

ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : বসন্তের মৃদু হাওয়া, কুসুম কোরকের মিষ্টি সুবাস, কাকের ডাক, পাখির কলতান - সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। হ্যাঁ, বসন্ত এসেছে, আর তার সাথেই এসেছে বিদ্যার দেবী সরস্বতীর পূজোর আনন্দ।
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজো। বিদ্যায়াং দেহি নমস্তুভ্যং বরদে কামরূপিণি। বিদ্যারম্ভম্ করিস্যামি সিদ্ধং ভবতু মে সদা।
বসন্তের আগমনী বার্তা নিয়ে আসা সরস্বতী পূজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং জ্ঞান, শিল্প ও সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।
এই পূজো আমাদের জীবনে আনুকূল্য, জ্ঞান ও সৃজনশীলতা বয়ে আনুক।