
স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : রাজ্যজুড়ে শুরু হয়ে গেলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। কঠিন নিরাপত্তা চলছে সমস্ত পরীক্ষাকেন্দ্র গুলিতে। রাজ্যজুড়ে মোট ২৩৪১ টি পরীক্ষাকেন্দ্র ও তার মধ্যে, ১৭৬ টি অত্যন্ত স্পর্শকাতর কেন্দ্র রয়েছে। এবছর প্রশ্নপত্রে থাকছে সিরিয়াল কোড, পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। বেশ কিছু স্পর্শকাতর কেন্দ্রে থাকছে রেডিও ফ্রিকুয়েন্সি ডিটেক্টর। শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। তার মধ্যে ছাত্র ৪৩.৪৮ শতাংশ ও ছাত্রী সংখ্যা ৫৬.৫৩ শতাংশ। তবে, আগের বছরের তুলনায় পরীক্ষার্থী সংখ্যা এবছর প্রায় ৬৩ হাজার কম। এছাড়াও, উচ্চ শিক্ষা সংসদ থেকে পরীক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানের জন্য একটি সহায়ক নম্বর দেওয়া হয়েছে ও সেটি হলো ০৩৩ ২৩৩৭ ০৭৯২। কড়া নির্দেশিকা জারি হয়েছে তীব্র জোরে লাউড স্পিকার ব্যবহারের উপরেও। নির্দিষ্ট তারিখে তারিখে, সকাল ৯টা ৪৫ এ পরীক্ষা শুরু হবে ও চলবে দুপুর ১ টা অবধি। Inform Durgapur এর তরফ থেকে সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হচ্ছে। সকলের পরীক্ষা ভালো হোক।