
State
তিন দিবসীয় বার্ষিক ক্রীড়া ও ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুর এন এস এইচ এম নলেজ ক্যাম্পাস এ
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : শহর দুর্গাপুরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হল এন এস এইচ এম নলেজ ক্যাম্পাস।
এন এস এইচ এম কলেজের তিন দিবসীয় বার্ষিক ক্রীড়া ও ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান ব্লিটস 2024 অনুষ্ঠিত হয়ে গেল মহাসমারোহে , এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, ডক্টর আলোক সৎসঙ্গী (ডিরেক্টর এন এস এইচ এম ), প্রিন্সিপাল প্রফেসর ডঃ মিলিন্দ সহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় , মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জিকে উত্তরীয় ও মোমেন্টো দিয়ে সম্মানিত করা হয়, শান্তির বার্তা দিতে সাদা পায়রা ওড়ানো হয়, মশাল জ্বালিয়ে খেলার শুভারম্ভ করা হয়, অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীরা গণেশ বন্দনা ও সরস্বতী বন্দনা করেন।