
offbit
চলতি বছরে iPhone-16 !গ্রাহকদের জন্য সুখর নিয়ে এলো আপেল কর্তৃপক্ষ ।এই ফোনের বিশেষত্ব কী ? জানতে চোখ রাখুন
বর্ষা কর্মকার, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : Apple কর্তৃপক্ষ সূত্রে খবর , এই বছরেই iphone -16 সিরিজের 5 টি মডেল লঞ্চ হতে পারে। এখানে iPhone 16 এসই এবং iPhone 16 এসই প্লাস দুটি মডেল থাকবে বলে জানা যাচ্ছে ।
কথা আছে iPhone 16 সিরিজ এর ফোনটিতে নতুন ডিজাইনের রেয়ার ক্যামেরা সেটআপ (Vertical Rear Camera Module ) রাখার । এটির আভাস পাওয়া গেছে টিপস্টারের মাধ্যমে । iPhone 12 এর পর iPhone 16 দ্বিতীয় যেখানে লম্বা লম্বি ভাবে ক্যামেরার সেনসার সজ্জিত থাকবে অর্থাৎ ,ভার্টিকেল ক্যামেরা ইউনিট থাকবে । একটি ছবি প্রকাশে এসেছে যে ,এই iPhon এর ক্যামেরা মডিউল কেমন হবে । শোনা যাচ্ছে iPhone 16 এর পাঁচটি মডেল লঞ্চ হবে । তার মধ্যে iPhone 16 এসই ফোন টির ডিসপ্লে হতে পারে 6.7 ইঞ্চির ।
সেপ্টেম্বর মাসে প্রত্যেক বছরই অ্যাপেল কম্পানি নতুন iphone ভার্সন লঞ্চ করে। তাই এই বছর অনুমান করা যাচ্ছে যথারীতি সেপ্টেম্বর মাসেই iphone 16 লঞ্চ হবে । তবে এর নির্দিষ্ট দিন ঠিক হয়নি। iPhone 16 এর পাঁচটি মডেল হল iphone 16 ,ইফোনে16 pro, iPhone 16 pro max ,iPhone 16 এসই ,iPhpne 16 এসই প্লাস ।
আইফোন মডেলের এসই ফোনেই একমাত্র রেয়ার ক্যামেরা সেন্সর থাকবে। অন্যদিকে রেয়ার ক্যামেরা সেন্সার সাজানো থাকতে পারে ভার্টিকাল লেআউটে iphone 16 । iphone 16 pro এবং iphone 16 pro ম্যাক্সে ট্রিপিল রেয়ার ক্যামেরার সেটআপ থাকবে । তবে দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই ক্যামেরার সেটআপ ভার্টিকাল লেআউট এ থাকবে ।
গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল iphone 15 সিরিজ । আপেলের এই 15 সিরিজ মধ্যে ছিল চারটি মডেল iphone 15 ,iPhone 15 প্লাস,iPhone 15 pro, iPhone 15 pro Max । অ্যাপেলের 17 বায়োনিক চিপসেট টি রয়েছে iPhone 15 pro ও iPhone 15 pro Max এ। অন্যদিকে iPhone 15 এবং iPhone 15 প্লাস এ 16 বায়োনিক চিপসেট রয়েছে