
প্রয়াত সদ্য পদ্ম পুরস্কারপ্রাপ্ত ধ্রুপদ সঙ্গীতশিল্পী লক্ষ্মণ ভট্ট তৈলঙ্গ
স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : চলে গেলেন বিশিষ্ট ধ্রুপদ সঙ্গীতশিল্পী লক্ষ্মণ ভট্ট তৈলঙ্গ। চলতি বছরে সম্প্রতি ঘোষিত পদ্ম পুরস্কারের তালিকায় এখনও জ্বলজ্বল করছে তাঁর নাম। তবে, আর বোধহয় সশরীরে উপস্থিত থেকে, সেই সম্মান গ্রহণ করা হলোনা তাঁর।
শনিবার সকাল ৯টায় রাজস্থানের দুর্লভজি হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিলো ৯৩ বছর।
নিউমোনিয়া ও অন্যান্য শারীরিক অসুস্থতার সঠে লড়াই করেছেন বহুদিন। কন্যা মধু তৈলঙ্গ জানিয়েছেন যে তাঁর পিতা আজীবন সঙ্গীতসাধনা করে গেছেন ও স্বল্পগণ্ডির মধ্যেই নিজেকে আবদ্ধ রাখতে চেয়েছেন, পুত্র রবিশঙ্কর, মেয়ে শোভা, ঊষা, নিশা, আরতি,
পুনম, মধু সকলকেই উচ্চ সঙ্গীতশিক্ষা প্রদান করে গেছেন। শাস্ত্রীয় সঙ্গীত জগতের এ যেন এক অপূরণীয় ক্ষতি। তারাদের দেশে ভালো থাকুন পন্ডিত লক্ষ্মণ ভট্ট তৈলঙ্গ।