Headlines
Loading...
সামনে এলো মিঠুন চক্রবর্তীর মেডিকেল বুলেটিন

সামনে এলো মিঠুন চক্রবর্তীর মেডিকেল বুলেটিন


ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : প্রকাশ্যে এসেছে বাংলার স্বনামধন্য অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেডিকেল বুলেটিন। 

শনিবার সকাল ৯টা ৪০ নাগাদ, "শাস্ত্রী" নামক সিনেমার শ্যুটিং চলাকালীন, কলকাতার অ্যাপোলো মালটিস্পেশালিটি হসপিটালের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন।

 শরীরের উপরের অংশের ডানদিকের ও হাঁটু - পা সহ শরীরের নিম্নাঙ্গের দুর্বলতার জন্যে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই জানা গেছে। 


মস্তিষ্কের MRI ও হয়েছে। ডাক্তারদের ধারণা তিনি মস্তিষ্কে "Ischemic Cerebrovascular Accident" (Stroke) অর্থাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে, ডাক্তারদের মতামত যে তিনি এখন একদম সুস্থ ও নির্দিষ্ট ডায়েটের মধ্যেই রয়েছেন। 


মিঠুন চক্রবর্তী বর্তমানে একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও একজন গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট এর বিশেষ দলের তত্বাবধানে রয়েছেন।