
entertainment
india
২০২৪ যেন রামেরই বছর ! মহাকাব্য রামায়ণ নিয়ে তৈরী হতে চলেছে সিনেমা
বর্ষা কর্মকার, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : ভারতবর্ষের ইতিহাসে অন্যতম মহাকাব্য হলো রামায়ণ । যেখানে রয়েছে -রামের বনবাস , রাবণের সীতা হরণ , হনুমানের লঙ্কাকাণ্ড থেকে শ্রী রামের রাবন বধ। একের পর এক চমকপ্রদ রুদ্ধশ্বাস ঘটনা রয়েছে এখানে। এবার সেই মহাকাব্য রামায়ণকে নিয়েই তৈরি হতে চলেছে সিনেমা ।
কে কে অভিনয় করছে এই সিনেমায় ? তবে জানা যাচ্ছে এই মুভিটিতে সুপার স্টারদের ঢল নামবে। কতই বা খরচ হতে চলেছে সিনেমা?
তৈরী হচ্ছে রামায়ণের প্রথম পার্ট ৫০০ কোটি টাকা খরচ করে, খোদ IMDb কনফার্ম করেছে ।এই মুভিটির তিনটি পার্ট রয়েছে যেখানে প্রথম পার্ট এ দেখানো হবে রাম সীতার বিবাহ এবং বনবাস দ্বিতীয় পার্টটিতে সীতা হরণ এবং হুনুমান ও রামা এর দেখা হওয়া এবং তৃতীয় পার্ট এ রয়েছে রাম -রাবনের যুদ্ধ । এই রামায়ণ মুভিতে রামের ভূমিকায় থাকছেন রণবীর কাপুর ,যার সদ্য মুক্তিপ্রাপ্ত "Animal " মুভিটি ব্লকবাস্টার হয়েছে । রাবণের ভূমিকায় দেখা যাবে K.G.F খ্যাত সুপরস্টার ইয়াশ কে ।
তবে কেইবা হচ্ছে সীতা ,আর কেইবা হচ্ছেন লক্ষণ এবং হনুমান ?
সূত্রের খবর ,সীতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সাউথের সাই পল্লভি -কে । এবার আসি লক্ষণ আর চরিত্রের কাস্টিং এ ।লক্ষণের চরিত্রের জন্য দুজনের অডিশন নেওয়া হয়েছে ।তাদের মধ্যে একজন 12th fail এর নায়ক বিক্রান্ত মাসে এবং অন্য জন সাউথের নায়ক নবীন পলিশেটী । আসল চমক হুনুমানের চরিত্রের কাস্টিং-এ হুমুমান এর চরিত্রে দেখা যাবে সানি দেওয়াল-কে ।শুধুমাত্র সানি ই নন এই মুভি তে থাকতে চলেছে ববি দেওয়াল-ও । তার চরিত্রটি হলো কুম্ভকর্ণের । অন্যদিকে লারা দত্ত কে দেখা যাবে রামচন্দ্রের মা কৈকেইর চরিত্রে । আবার সাউথের স্টার বিজয় সেথাপতি থাকতে চলেছেন বিভীষণ এর চরিত্রে ।সিনেমা প্রেমীরা অধীর আগ্রহে রয়েছে রাবনের চরিত্রে ইয়াস কে দেখার জন্য । তবে এই চরিত্রে অভিনয় করার জন্য ইয়াস ১৫০ কোটি টাকা পরিশ্রমিক দাবি করেছেন ।
এরপর জানা যাক , এই সিনেমার পরিচালক কে ?
এই মুভির পরিচালক হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত নিতেশ তেওয়ারি । যিনি "DANGAL" ও "CHHICHHORE" এই দুটি ব্লকবাস্টার মুভির পরিচালনা করেছিলেন ।রামায়ণের অপর ভিত্তি করেই প্রবাসের "আদি পুরুষ " মুভিটা ।কিন্তু তার জঘন্য VFX এবং গ্রাফিকের জন্য দর্শকদের কাছে মুভিটি হাসির খোরাক হয়ে উঠেছিল।
তবে নিতেশ তেওয়ারি বাজি রেখেছেন এই মুভি টি হলিউড লেভেলের হবে ।কারণ এটা হলো তার স্বপ্নের প্রজেক্ট । মুভি লাভাররা অধীর আগ্রহে রয়েছে ইয়াস ও রানবীর -এর মুখোমুখি লড়াই দেখার জন্য ।তবে তা দেখতে পার্ট ৩ জন্য অপেক্ষা করতে হবে দর্শক দের । এর প্রথম পার্ট এর শুটিং শুরু হতে চলেছে এই বছর মার্চ মাসে এবং মুভি টি মুক্তি পাবে ২০২৫ -এ ।
তবে প্রথমে কিন্তু রাবনার চরিত্রের জন্য ভাবা হয়েছিল ঋত্বিক রোশান কে । আপনি কী মনে করেন উনি রাবনের চরিত্রে অভিনয় করলে কী ভালো হত ?