Headlines
Loading...
এবার খোদ সৌরভ গাঙ্গুলির বাড়ি থেকে চুরি, কী জিনিস চুরি হয়েছে দেখুন

এবার খোদ সৌরভ গাঙ্গুলির বাড়ি থেকে চুরি, কী জিনিস চুরি হয়েছে দেখুন


স্মৃতি মণ্ডল, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : গঙ্গোপাধ্যায় পরিবারে চুরি! তাও আবার সৌরভ গাঙ্গুলির জিনিস, অবিশ্বাস্য না! তবে হ্যাঁ, এমন ঘটনায় কিন্তু ঘটে গেলো শনিবার মহারাজের বাড়িতে। 


সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত ফোনটিই চুরি গেছে। লক্ষাধিক টাকা দিয়ে কেনা সেই ফোন। উক্ত ফোনেই রয়েছে দাদার ব্যক্তিগত নথিপত্র, ব্যাংক সংযুক্ত দরকারি জিনিষ। এমনকি সেই ফোনের নম্বর দিয়েই দাদার UPI পেমেন্টও হয়। 


হ্যাঁ, এমনটাই জানিয়েছেন, দাদার আপ্ত-সহায়ক তানিয়া ভট্টাচার্য। সৌরভ গাঙ্গুলি স্বয়ং বলেছেন,"ফোনটিতে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র ছিলো। ফোনটি হারিয়ে যাওয়ায়, সেসব নথির যাতে কোনো অপব্যবহার না হয়, সেকারণেই পুলিশকেও জানিয়েছি ও তাঁদের কাছে জানতে চেয়েছি এই বিষয়ে আমার আর কী করণীয়।"


 
জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ ৯ই ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানাতে অভিযোগ দায়ের করেছেন মহারাজ। গাঙ্গুলি বাড়িতে এখন চলছে রঙের কাজ।


 রংমিস্ত্রিরা কেউ ফোনটি হাতিয়েছেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশি জিজ্ঞাসাবাদের আশ্বাসও মিলেছে। পুলিশদের তরফ থেকে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে তাঁরা আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।